Breaking

আমাদের লক্ষ ও উদ্যেশ্য

আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসা-বানিজ্য, কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি, সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ইত্যাদিসহ দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন ও প্রচার এবং কর্মসংস্তান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ ও উদ্যেশ্য।

ইতিহাস

বর্তমান সভ্যতাকে বলা হয় ইন্টারনেট সভ্যতা। আর সভ্যতার এই যাত্রাকে "ডিজিটাল বাংলাদেশ" হিসেবে আমরা চিহ্নিত করছি। প্রযুক্তিগত দিক দিয়ে ইন্টারনেট আমাদের জীবনের খুব গুরত্বপূর্ণ একটি অংশ। বর্তমান আমাদের জীবনযাপন, অনুভূতি প্রকাশ ও তথ্য আদান-প্রদানের সবথেকে বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। খুব সহযেই যে কোন ধরনের তথ্য আমরা এর মাধ্যমে প্রকাশ করি ও পেয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও প্রধান সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম প্রায় এক যুগ ধরে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকার সাথে জড়িত। দেশে বর্তমান অনলাইন গণমাধ্যমের সংখ্যা ও চাহিদা দুটোই বাড়ছে এবং এর গ্রহনযোগ্যতাও বাড়ছে। তাই বাংলাদেশ সরকার এগুলো অনুমোদনের আওতায় নিয়ে এসেছে। আর এ জন্যই আমাদের চেয়ারম্যান সাহেব এই প্রতিষ্ঠানটি গড়ার স্বপ্ন দেখেন এবং বাস্তবায়নের চেষ্টা করছেন। তিনি মনে করেন এ প্রতিষ্টানের মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি এবং কিছু লোকের কর্মসংস্থানের সুজোগ সৃষ্টি করা সম্ভব হবে।

ATVNews, টুলটুলিপাড়া, কোর্ট স্টেশন রোড, আরবান ক্লিনিকের পেছনে, রাজশাহী।
+