বিজ্ঞাপন এর অর্থ হল কোন চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে ধারণা, পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার করা। এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। সাধারণত বিজ্ঞাপন প্রচার করা হয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এছাড়াও বিজ্ঞাপনের বিবিধ উদ্দেশ্য রয়েছে।
ইংরেজিতে মূলত advertising শব্দটা এসেছে ল্যাটিন শব্দ advertre থেকে যার অর্থ হল "আবর্তিত করা বা ঘোরানো"। মতান্তরে প্রাচীন ফরাসি শব্দ advertir যার অর্থ "দেখানো" থেকে মধ্যযুগীয় ইংরেজি এসেছে advertisen যার অর্থ "জানানো"। এভাবেই advertising শব্দের উদ্ভব হয়েছে। তথ্যসূত্র- উইকিপিডিয়া
১. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই তিন দিন আগে এটিভি নিউজ এর কার্যালয়ে পৌঁছতে হবে।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু হতে হবে স্পষ্ট, সাবলীল এবং বোধগম্য।
৩. বিজ্ঞাপনের নির্দিষ্ট রেট আছে যা বিজ্ঞাপন বিভাগের নিকট হতে জেনে নিতে হবে। তবে ক্ষেত্রবিশেষ আলোচনা করে রেট নির্ধারণ করা যেতে পারে।
৪. বিজ্ঞাপনের সম্পূর্ন অর্থ অগ্রীম পরিশোধ করতে হবে।
***বি. দ্র. বিজ্ঞাপনের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে এটিভি নিউজ কর্তৃপক্ষ কোন দায়ভার গ্রহন করবে না।
চেয়ারম্যান ও প্রধান সম্পাদক:- ইঞ্জি. মো: আরিফুল ইসলাম (আরিফ)
বার্তা ও বানিজ্যিক কার্যালয়:- টুলটুলিপাড়া, কোর্ট স্টেশন রোড, আরবান ক্লিনিকের পেছনে, রাজশাহী।
বার্তা বিভাগ: +৮৮০১৭১২-২৬৮১৯২
বিজ্ঞাপন বিভাগ: +৮৮০১৭৭৫-০৭৭৮৬
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট: www.arisontvnews.com
জিপিও: ৬২০১ (রাজশাহী কোর্ট)