
১১ আগষ্ট থেকে দোকানপাট ও অফিস খোলা, সব যানবাহন চলবে
নিজেস্ব প্রতিনিধিঃ- ১১ আগষ্ট থেকে সকল প্রকারের দোকানপাট ও অফিস খোলা থাকবে এবং সব যানবাহন চলবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকালে এক আন্ত:মন্ত্রনালয় বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দোকানপাট ও অফিস খোলা থাকলেও টিকা গ্রহণ ছাড়া কেউ বাইরে চলাচল করতে পারবে না। বাইরে চলাচল করতে হলে টিকা গ্রহণের সনদ প্রশাসনকে দেখাতে হবে। দেখাতে না পারলে তা শাস্থি যোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। যানবাহনের ব্যপারে আমরা অনুরোধ করব যানবাহন যেন বাইরোটেশনে (পালাক্রমে) চলে। শ্রমিক নেতা, পরিবহন নেতা ও মালিকের সাথে সমন্বয় করে সীমিত আকারে যেন যানবাহন চলে তার ব্যবস্থা করবে।

অর্থনীতি সচল রাখতে ইতিমধ্যেই রপ্তানীমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। সভায় অন্যান্য শিল্প কারখানা খুলে দেওয়ার ব্যপারেও সিদ্ধান্ত হয়েছে বলে জানান মাননীয় মন্ত্রী।