নাক দিয়ে নিবেন করোনা টিকা, ট্রায়াল হবে বাংলাদেশে

নিজেস্ব প্রতিনিধিঃ- জ্বি, এমনও হতে পারে যে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে ইঞ্জেকশনের দ্বারা টিকা নাও নেওয়া লাগতে পারে! যখন ইচ্ছা নিঃশ্বাসের মাধ্যমে নিবেন করোনা টিকা। এমনই হতে যাচ্ছে করোনা নামক ভাইরাসের একটি টিকা, যার অনেক বড় একটি অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ।


এই হিউম্যান ট্রায়াল আগামী মাসে বাংলাদেশে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান হোল্ডিং এবি (আইএসআর) এমন একটি টিকা নিয়ে কাজ করছে যা তৈরিতে কোভিড-১৯ ভাইরাসের প্রোটিন ব্যবহার করা হচ্ছে এবং এটি ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এটি পাউডার জাতীয় একটি টিকা এবং নাক দিয়ে শ্বাসের মধ্যমে গ্রহণ করতে হবে।

টিকাটি বর্তমানে "হিউম্যান ট্রায়ালের" অপেক্ষায় আছে অর্থাৎ মানুষের শরীরে প্রয়োগ করে কার্যকারিতা নিরূপণ করা এবং এই হিউম্যান ট্রায়াল আগামী মাসে বাংলাদেশে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

টিকাটি তৈরিতে জড়িত আছে সুইডেন, যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত বাংলাদেশী কয়েকজন বিজ্ঞানী। বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়াল লিমিটেডের সাথে ইতোমধ্যে হিউম্যান ট্রায়ালের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে আইএসআর।


বাংলাদেশে ট্রায়াল এর বিশেষ সুবিধাও পাবে বাংলাদেশ। এই তৃতীয় ধাপ উত্তোরন হলে উৎপাদিত দামেই বাংলাদেশ টিকাটি কিনতে পারবে। শুধু তা-ই নয়, বাংলাদেশেও নিজেস্ব ব্যবস্থাপনায় এই টিকা উৎপাদন করতে পারবে।

ইঁদুরের উপর চালিত ট্রায়ালে শতভাগ সফলতা দেখা দিয়েছে এবং কোনরকম পার্শপ্রতিক্রিয়া পাওয়া যায় নি। করোনা ভাইরাসের অন্য টিকারমতো এইটাও ২ ডোজ নিতে হবে। প্রথম ডোজ এর ৩-৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। বিজ্ঞানীরা এই টিকার নামকরণ "বঙ্গবন্ধু আইএসআর" করার প্রস্তাবনা করেছেন। প্রথম ট্রায়াল সফল হলে দ্বিতীয় এবং তৃতীয় ট্রায়ালও বাংলাদেশে হওয়ার কথা রয়েছে।