
১১ আগষ্ট থেকে বিধিনিষেধ সাপেক্ষে উঠে যাচ্ছে লকডাউন: প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
নিজেস্ব প্রতিনিধিঃ- দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ সাপেক্ষে আগামী ১১ আগষ্ট থেকে লকডাউন তুলে নিচ্ছে সরকার। পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। গতকাল মন্ত্রীপরিষদ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানা য়ায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সকল প্রকার সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমুহের ব্যাপারে নির্দেশনা জারি করবে। সড়ক, রেল ও নৌ পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। তবে সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। শপিংমল/মার্কেট/দোকানপাট সমূহ সকলা ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খোলা রাখা যাবে। সকল প্রকার শিল্প-কলকারখানা চালু থাকবে। খাবারের দোকান, হোটেল-রেঁস্তরায় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরিশেষে বলা হয়েছে, গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যে কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ভার গ্রহন করবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে। উক্ত প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন উপসচিব জনাব মোঃ রেজাউল ইসলাম।