মাছকে দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্যে পরিনত করতে কাজ চলছে: মন্ত্রী শ ম রেজাউল করিম

নিজেস্ব প্রতিনিধিঃ- মাছকে দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্যে পরিনত করার কাজ চলছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম। শনিবার (২৮ আগষ্ট) জাতীয় মৎস সপ্তাহ, ২০২১ উপলক্ষে রাজধানীর মৎস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মহোদয় এ কথা বলেন।

জাতীয় মৎস সপ্তাহ, ২০২১ এ এবারের প্রতিপাদ্য হচ্ছে, "বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি"। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মৎস সপ্তাহ পালন করা হবে।


মাছে-ভাতে বাঙ্গালী এই বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জানা যায়, রবিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'জাতীয় মৎস সপ্তাহ-২০২১' উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। পরেরদিন সোমবার রাষ্ট্রপতি মহোদয় বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।


সংবাদ সম্মেলনে মন্ত্রী মহোদয় জানান, গত ২০১৯-২০২০ অর্থ বছরে সারাদেশে মোট মাছের উৎপাদন হয়েছে ৪৫ লাখ ৩ হাজার মেট্রিক টন। বিশ্বে অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মৎস আহরনে বাংলাদেশ তৃতীয়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম, ইলিশ উৎপাদনে প্রথম ও তেলাপিয়া উৎপাদনে চতুর্থ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাছে-ভাতে বাঙ্গালী এই বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে। তাই এই খাতকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দেশের দ্বিতীয় প্রধান রপ্তানিকারক পণ্য হিসেবে পরিনত করার লক্ষ্যে কাজ চলছে।