
কাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
কে.এম. জাহেদী রিয়াদঃ জেলা প্রশাসন কক্সবাজার আগামীকাল মঙ্গলবার থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন কে পরীক্ষামুলক ভাবে চলাচলের অনুমতি দিয়েছে। প্রায় ২২৯ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যাটকবাহী জাহাজ চলাচল করবে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ৩১ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ঘুর্ণিঝর ইয়েসের কারনে পর্যাটক উঠানামার জেটি-টি ব্যপক ক্ষতি হওয়ায় উহা মেরামত সাপেক্ষে আগামী কাল থেকে চলাচলের অনুমোদন প্রদান করা হয়।