
মঙ্গলবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে খুলনা জেলা প্রশাসন
নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার ২২ জুন থেকে সোমবার ২৮ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে খুলনা জেলা প্রশাসন। এই লকডাউন খুলনা জেলা ও জেলা শহরে পালিত হবে। এ সময় সকল ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল, কোচিং সেন্টারসমূহ বন্ধ থাকবে। দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার সকাল ৭ টা হইতে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। ঐ সময়ের ভিতর হোটেল-রেস্তরাসমূহ শুধুমাত্র খাবা সরবরাহ করতে পারবে। ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
সকল প্রকার পর্যটন কেন্দ্র, রিসোর্ট, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে এবং সেই সাথে সকল প্রকার সাপ্তাহিক বাজার কিংবা হাট বন্ধের আওতায় থাকবে। জেলার অভ্যান্তরে কিংবা আন্তঃজেলায় গণপরিবহন বন্ধ থাকবে, ট্রেনের আগমন কিংবা বহিরাগমন এবং সকল প্রকার থ্রীহুইলার ও যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জরুরি সেবায় নিয়জিত কর্মীগণ নিজ আইডি কার্ড সাথে নিয়ে চলাচল করতে পারবে। এছাড়াও বহুবিধ বিষয়ের উপর শর্ত আরোপ করে এই লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত গ্রহন করেছে খুলনার জেলা প্রশাসন।
উক্ত প্রজ্ঞাপনে খুলনা জেলা ও মহানগরীর সকলকে কঠোরভাবে লকডাউন মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় দণ্ডবিধি ১৮৬০ ও সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।