সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন ৪ নতুন মুখ

স্টাফ রিপোর্টারঃ পৃথিবীর সব থেকে বেশি আলোচিত সমস্যা জলবায়ু পরিবর্তন। পরিবেশ বিপর্যয়ের ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, দেখা দিচ্ছে অনাবৃষ্টি ও অতিবৃষ্টি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে সারা পৃথিবীর তাপমাত্রা দ্রুত বেড়ে চলছে, গলছে হিমালয়ের বরফ। পৃথিবীর সব থেকে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নিরন্তন কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে বেগবান করার জন্য গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে নতুন ৪ মুখকে পদায়ন করা হয়।


আমরা প্রতিষ্ঠা কালীন সময় থেকেই পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। ইতোমধ্যে সারাদেশে হাজার হাজার নেতাকর্মী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রান্তিক পর্যায়ে কাজ করছে- বাপ্পী সরদার

সবুজ আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন আহমেদ জিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ), বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা রাজু সরকারকে সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসাইনকে সহ-আইন বিষয়ক সম্পাদক (রংপুর বিভাগ) ও কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ নুরুল আমিন সিকদার ভুট্টোকে সহ দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমরা প্রতিষ্ঠা কালীন সময় থেকেই পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। ইতোমধ্যে সারাদেশে হাজার হাজার নেতাকর্মী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রান্তিক পর্যায়ে কাজ করছে। পরিবেশ বিপর্যয় রোধে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইস্তেহারে অঙ্গীকারনামা থাকা দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যা আমরা বাস্তবায়ন দেখতে চাই।


মহাসচিব তার অনুভূতিতে বলেন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে চার ব্যক্তিকে কেন্দ্র কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো। সংগঠনের কার্যক্রম আশা করি আরও বেগবান হবে।

কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত ৪ সদস্যকে পরিচলনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।