
রাজশাহীতে শেষ হলো ডা. আবিদের দুই দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে দাঁতের পরিচর্যা বিষয়ক জন সচেতনতা তৈরীর লক্ষ্যে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিন সফলভাবে সম্পন্ন হল। রাজশাহী কোর্ট অঞ্চলের ভেড়িপাড়া মোড় সংলগ্ন আবির ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডাক্তার আমানুল্লাহ বিন আক্তার আবিদ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি ১৪ই এবং ১৫ই জানুয়ারি এই দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এতে অনেক মানুষ অংশগ্রহণ করে। কর্মসূচিতে সকলে ডাক্তার আবিদের কাছ থেকে দাঁতের পরিচর্যা বিষয়ক পরামর্শ গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে ডাক্তার আবিদের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, দাঁত মানুষের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যা মুখমণ্ডলের সৌন্দর্য বর্ধন করে। কিন্তু এই দাঁতের কিছু যত্ন এবং পরিচর্যা আছে যা আমরা অনেকেই করিনা। অনেকে আবার দাঁতের পরিচর্যা বিষয়ে কিছুই জানিনা। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। মহামারী করনার জন্য কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও আবার শুরু করেছি। আমি আশা রাখি এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে অনেকে দাঁতের পরিচর্যা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন এবং নিজেদের দাঁত পরিষ্কার এবং সুন্দর রাখতে পারবেন।
পরিশেষে তিনি সকলের প্রতি আবির ডেন্টাল কেয়ার থেকে দাঁতের পরিচর্যা বিষয়ে পরামর্শ এবং দাঁতের যেকোনো ধরনের রোগের সমাধানের জন্য আসার আহ্বান জানান।
